ভারতে পুলিশের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩ ২৩:৪০; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৭:৪০
-2023-04-26-17-40-18.jpg)
ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ভয়াবহ বিস্ফোরণে দশ পুলিশ সদস্যসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে পুলিশের সদস্য ছাড়া নিহত বাকি একজন গাড়িচালক।
হিন্দুস্তান টাইমস ও দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, মাওবাদীদের খোঁজে একটি তল্লাশি অভিযান সারার পরে গাড়িতে করে ফিরছিলেন ওই পুলিশকর্মীরা। তখনই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঝাঁঝরা হয়ে যায় গোটা গাড়ি। ভিতরে থাকা দশ পুলিশেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মারা গেছেন গাড়ির চালকও।
সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বড় হামলার খবর আগেই ছিল। গত সপ্তাহেই সিপিআই মাওবাদীর নাম লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছিল, যাতে তারা জানিয়েছিল, খুব শিগগিরিই পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানো হবে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
আপনার মূল্যবান মতামত দিন: