দিল্লিতে ড্রোন ওড়ানোয় বাংলাদেশি নারী আটক
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ১৮:১৮; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৬:০০
-2023-06-27-12-17-59.jpg)
ভারতের দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির এলাকায় ড্রোন উড়িয়ে সেদেশের পুলিশের হাতে আটক হয়েছেন এক বাংলাদেশি নারী। ড্রোনটি জব্দ করে পুলিশ ওই নারীকে জেরা করছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেল ৩টার দিকে অক্ষরধাম মন্দিরের ওপর থেকে একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে দেখে নিরাপত্তরক্ষীরা পুলিশকে খবর দেয়। তারপর মান্ডেওয়ালি পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে ওই নারীকে অবৈধভাবে ড্রোন ওড়ানোর দায়ে আটক করে।
পুলিশ জানায়, ওই নারীর বয়স ৩৩ বছর, ঢাকায় বসবাস করেন। তিনি সাংবাদিকতা এবং ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। গত মে মাসে ছয় মাসের ভিসা নিয়ে তিনি ভারতে প্রবেশ করেন।
এ বিষয়ে তদন্ত চলমান বলে জানায় পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: