গ্রেফতারের ভয়ে ব্রিকস সম্মেলনে যাবেন না পুতিন

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ ২১:৫৫; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০৪:৫৮

ছবি: সংগৃহীত

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গ্রেফতারি এড়াতেই এই সিদ্ধান্ত।

ইউক্রেনে যুদ্ধাপরাধ, গণহত্যা ও শিশুদের জোর করে স্থানান্তরিত করার অভিযোগে পুতিনের বিরুদ্ধে মামলা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, তারা আইসিসির সদস্য দেশ। ফলে তাদের দেশে পা রাখলেই গ্রেফতার করতে হবে পুতিনকে।

বুধবার (১৯ জুলাই) তিনি রুশ প্রেসিডেন্টকে জোহানেসবার্গে না যাওয়ার অনুরোধ জানান। বৃহস্পতিবার রাশিয়া জানিয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না পুতিন। তার স্থান পূরণ করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকা আইসিসি চুক্তিভঙ্গ করবে। পুতিনকে তারা গ্রেফতার করবে না।

কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরোধী দলগুলো ও মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে সরব হয়েছে। তারা দাবি জানায়, পুতিন দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করতেই হবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top