আল-আকসা মুসলিমদের জন্য বন্ধ, ইহুদিদের জন্য খোলা
রাজ টাইমস | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩ ১২:৫৩; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০৫:৩৫

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, পবিত্র স্থানটির দেখাশোনার দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগ জানায়, গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একইসঙ্গে তারা মুসলিমদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশে বাধাও দিয়েছে।
এদিকে ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানায়, আল আকসায় কেবল মুসলিমরা প্রার্থনা করতে পারে। তা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ সেখানে ইহুদিদের প্রবেশ এবং আচার-অনুষ্ঠান পালনের অনুমতি দিয়েছে, যা পবিত্র এই স্থান ব্যবহারের শর্ত লঙ্ঘন।
আপনার মূল্যবান মতামত দিন: