ইসরাইলি হামলায় এক রাতে ৬৭ ফিলিস্তিনি নিহত
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৪ ১৯:০৪; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১২:১১

গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো কয়েক ডজন। রোববার রাতভর চালানো হামলায় এ হতাহত ঘটে।
সোমবার (১৫ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চীয় খান ইউনুস, রাফাহসহ গাজা শহরের আশপাশের এলাকায় রোববার রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এ সময় তারা দু’টি হাসপাতাল ও একটি বালিকা বিদ্যালয়সহ কয়েক ডজন বাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
হাসপাতালগুলো আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত থাকার কথা। এরপরও চলমান যুদ্ধে ইসরাইলি বাহিনী বারবার হাসপাতালে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরাইল।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, উপত্যকাটিতে ইসরাইলি হামলায় ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক।
সূত্র : আল জাজিরা
আপনার মূল্যবান মতামত দিন: