৬ যাত্রী নিয়ে আফগানিস্তানে বিধ্বস্ত মরক্কোর বিমান

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৪ ১৫:২৬; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১২:০৮

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি কোন দেশের তা সঠিকভাবে জানা যায়নি। কোনো কোনো সূত্র দাবি করেছে বিমানটি মরক্কোর।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ সূত্রে জানা গেছে, বাদাখশান প্রদেশে ভেঙে পড়েছে বিমানটি। তবে হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল। এতে ছয়জন যাত্রী ছিল।

সংশ্লিষ্ট অঞ্চলের তথ্য দফতরের প্রধান জাবিহুল্লাহ আমিরি বলেন, ‘বিমান ভেঙে পড়ার খবর সত্যি। কিন্তু ঠিক কোন জায়গায় সেটি ভেঙে পড়েছে, তা এখনো জানা যায়নি। আমরা খবর পাওয়ার সাথে সাথে একটি দল পাঠিয়েছি। তারা এখনো পৌঁছয়নি।’

উল্লেখ্য, বাদাখসান প্রদেশ হলো চীন, তাজাকিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকা। তাই ঠিক কোন দেশের মধ্যে বিমানটি ভেঙেছে, তা নিয়ে সন্দেহ রয়েছে। পাশাপাশি, দুর্ঘটনায় হতাহতের কোনো খবর এখনো মেলেনি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top