যুদ্ধে ৩ লাখ ৭৬ হাজার রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৪ ২০:১০; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ০১:০৬

চলমান যুদ্ধে অন্তত ৩ লাখ ৭৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রোববার (২১ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে ৩ লাখ ৭৬ হাজার ৩০ জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাধারণ কর্মীরা। তবে দি গার্ডিয়ানের পক্ষে তাদের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এছাড়া রাশিয়া এই যুদ্ধে মূল্যবান অনেক যুদ্ধসামগ্রীও ক্ষুইয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৮১টি ট্যাঙ্ক, ১১ হাজার ৪৬৬টি যানবহন ও জ্বালানী ট্যাঙ্ক, ৮ হাজার ৮৭৫টি আর্টিলারি সিস্টেম এবং ৯৬৮টি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম রয়েছে।
সূত্র : দি গার্ডিয়ান
আপনার মূল্যবান মতামত দিন: