এবার সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১ মে ২০২৪ ১২:২৭; আপডেট: ১ আগস্ট ২০২৫ ২৩:০৬

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাতে সৌদি আরবে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় সৌদির বিভিন্ন এলাকায় বজ্রপাত ও ভারী বর্ষণ হয়েছে। মদিনা অঞ্চলের আল এইস এলাকায় ভারী বর্ষণে উপত্যকা তলিয়ে গেছে। এতে রাস্তাঘাটসহ অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মদিনা অঞ্চলের স্থানীয় প্রশাসন বন্যার কারণে সতর্কতা জারি করেছে। স্থানীয় জনসাধারণকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। এদিকে মসজিদে নববীতে মুসল্লিদের বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে। বৃষ্টিতেই মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়।

সৌদির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি মদিনায় উচ্চ-গতির বাতাসসহ আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

সূত্র: গালফ্ নিউজ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top