গাজীপুরে হামলার শিকার নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৫ ২২:৪১; আপডেট: ৫ মে ২০২৫ ০৩:১৭

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও একাধিকবার হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ফলে কে বা কারা এ হামলা চালিয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

রবিবার (৪ মে) সন্ধ্যায় এ হামলা হয় বলে জানান এনসিপির নেতারা।

হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তায় আয়োজিত আলাদা বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় দলটির নেতারা হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়, হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় অতিবাহিত করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। ‌লোকেশন দিচ্ছি।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top