সিন্ধুর পানি বণ্টন: হেগের আদালতে পাকিস্তানের জয়
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ১৯:০৬; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৭:৩৫

সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি নিয়ে হেগের স্থায়ী সালিশি আদালতের (পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশন) রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান।
রায়ে বলা হয়, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারবে না। এ রায়কে নিজেদের ‘আইনি জয়’ হিসেবে দেখছে পাকিস্তান। খবর দ্য ডনের।
সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, ভারত এই রায় স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ ভারতে এই আদালতকে স্বীকৃতি দেয় না।
শুক্রবার নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালতের রায়ে বলা হয়েছে চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে প্রভাবিত করে না।
আদালতের মতে, সিন্ধু পানিবণ্টন চুক্তি তখনই শেষ হবে যখন উভয় দেশ এটি শেষ করার জন্য সম্মত হবে। কোনো একতরফা স্থগিতাদেশ বা চুক্তি থেকে সরে আসার সুযোগ নেই। আদালত তার এখতিয়ারের ওপর জোর দিয়ে বলেছে যে, একবার সালিশি প্রক্রিয়া শুরু হলে, কোনো পক্ষ পিছু হটে তা ব্যাহত করতে পারে না।
পাকিস্তান দৃঢ়ভাবে মনে করে যে, ভারত একতরফাভাবে পদক্ষেপ আদালত বা নিরপেক্ষ বিশেষজ্ঞের বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে কেড়ে নিতে পারে না।
অন্যদিকে এই রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ভারত কখনোই এই আদালতকে স্বীকৃতি দেয়নি এবং এর গঠনকেই সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে মনে করে।
ভারতের দাবি, আন্তর্জাতিক আইনের অধীনে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত একটি সার্বভৌম অধিকার এবং যতক্ষণ চুক্তিটি স্থগিত অবস্থায় থাকবে, ততক্ষণ ভারত এর কোনো বাধ্যবাধকতা মানতে বাধ্য নয়।
ভারত এই রায়কে ‘পাকিস্তানের ইশারায় একটি প্রহসন’ হিসেবে দেখছে।
আপনার মূল্যবান মতামত দিন: