টিকা নিয়ে বিভ্রান্তি দূর করল সিরামের প্রধান নির্বাহী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১ ২০:৩৪; আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ০৯:২৫

ফাইল ছবি

টিকা রফতানির বিষয়ে খোলাসা করল ভারতের সিরাম ইনিস্টিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে ভারত থেকে টিকা রফতানি নিয়ে কোনো জটিলতা নেই।  

টিকা রফতানি নিয়ে চলমান বিভ্রান্তি দূর করে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা এ তথ্য জানিয়েছেন।  

সিরামের প্রধান নির্বাহী জানান, ভারত থেকে সব দেশেই টিকা রফতানির অনুমোদন আছে। এক সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে দুদিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানালেন সেরাম ইনস্টিটিউটের প্রধান।

এক টুইট বার্তায় তিনি বলেন, যেকোনো দেশে টিকা রফতানির অনুমোদন রয়েছে।  সিরাম প্রধানের বক্তব্যে ভারত থেকে বাংলাদেশে করোনার টিকা আমদানি নিয়ে বিভ্রান্তি দূর হল।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top