পুঠিয়াতে পিস্তসহ দু’অস্ত্র ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২১ ০১:৫২; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১০:৫৬
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদেশি পিস্তসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যার পর পুঠিয়া সদর ইউনিয়নের খলিফা পাড়া থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার র্যাব-৫ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
আটককৃতরা হলো, নাটোর জেলার সদর থানার চকরামপুর এলাকার আবু জাফরের ছেলে আব্দুস সমাদ ওরফে সুজন (২৮) ও একই এলাকার হাফিজুর রহমানের ছেলে তৌহিদুর রহমান ওরফে তানভীর (২৬)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং তিন বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: