রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২ ০২:০৬; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৩:০৭

ফাইল ছবি

রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৭ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০১ জন, বাঘা থানা ০২ জন ও ডিবি পুলিশ ০২ জনকে আটক করে। যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং শ্রীমতি ময়না মুর্মু(৪৫) কে ১৫লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ ডাবলু(৩৫) কে ০৩গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী চারঘাট এলাকা হতে ১নং মোঃ রাকিবুল ইসলাম(২৩) ও ২নং মোঃ নাহিদ ইসলাম @ এনামুল(২১) কে ২’শ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top