১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১ ০১:১৪; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০৭:২২

ফাইল ছবি
‘অমর একুশে গ্রন্থমেলা’ নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হচ্ছে। ১৪ এপ্রিল থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরুর কথা হয়েছে। এ কারণে বইমেলা দুদিন কমানোর সিদ্ধান্ত হয়েছে।
 
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা ছিল।
 
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বইমেলা দুদিন কমানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। কাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। খবর প্রথম আলোর।
 
মহাপরিচালক বলেন, ১৪ এপ্রিল থেকে কঠোরভাবে লকডাউন দেওয়া হবে। বইমেলায় অংশ নেওয়া প্রকাশকদের স্টল সরানো এবং আনুষঙ্গিক কাজের জন্য সময় দেওয়া প্রয়োজন। এ কারণে দুদিন আগেই বইমেলা সমাপ্ত করা হচ্ছে। তিনি বলেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। বাংলা একাডেমি, মন্ত্রণালয়ের এই অবস্থানের সঙ্গে একমত। 
 
দেশে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখন এক সপ্তাহের নিষেধাজ্ঞা চলছে। তবে এর মধ্যে বইমেলা চলছিল।
 
সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক বা কঠোর লকডাউনের প্রস্তুতি নিয়েছে। সেখানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে।
 
 
 
 
 
এসকে


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top