যুদ্ধবিরতি কার্যকরে মোদি-শাহবাজকে অভিনন্দন ড. ইউনূসের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৫ ২২:৫৬; আপডেট: ১১ মে ২০২৫ ০৩:৩৭

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর জন্য দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর।
শনিবার (১০ মে) রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
বার্তায় ড. ইউনূস লেখেন- আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মি. শেহবাজ শরিফকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করার এবং দ্বিপাক্ষিক সংলাপে অংশগ্রহণের ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। এই গঠনমূলক পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।
বার্তায় তিনি আরও বলেন, একই সঙ্গে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তাদের দূরদর্শী ও কার্যকর মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। আমরা আমাদের দুই প্রতিবেশী বন্ধুর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে সকল সহায়তা প্রদান অব্যাহত রাখব।
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক দিন ধরেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। দুই দেশই আক্রমণ করায় বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। এর মধ্যেই শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট জানান, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি ইতোমধ্যে কার্যকর হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: