রাসিক নির্বাচনে
মনোনয়নপত্র জমা দিলেন মেয়র প্রার্থী লিটন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মে ২০২৩ ০০:৪০; আপডেট: ৫ মে ২০২৫ ০৫:৩০

রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি নওশের আলী, যুগ্ম-সম্পাদক আহসানুল হক পিন্টু, শফিকুর রহমান বাদশা প্রমুখ।
এদিকে রাসিক নির্বাচনে তিনজন মেয়রপ্রার্থী থাকলেও লিটনের বিপরীতের কোন শক্ত প্রার্থী নেই। ফলে আগামী ২১ জুনের নির্বাচনে লিটনই আবারও মেয়র নির্বাচিত হচ্ছেন বলে সাধারণ ভোটারা মনে করছেন। ফলে এবার শুধুমাত্র কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: