চাঁদের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মিনু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৩ ০৪:২৬; আপডেট: ৫ মে ২০২৫ ০৫:৪৭

ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদের সম্প্রতি অনুষ্ঠিত এক সমাবেশে দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

মোবাইলে নয়া দিগন্তকে মিজানুর রহমান মিনু বলেন, আমরা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির আন্দেলন চলমান রয়েছে।

তিনি বলেন, আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেয়া সমীচিনও নয় বলে মনে করি। তবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর স্কুল মাঠে গত ১৯ মে অনুষ্ঠিত জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বিএনপি নেতা চাঁদ যে বক্তব্য দিয়েছেন সেটি ‘স্লিপ অব টাং।’ তিনি আসলে ওই ভাবে কথা বলতে চাননি। অনেকটা আবেগপ্রবণ হয়ে বক্তব্য দিতে গিয়ে এমনটি হয়েছে। তাই তার পক্ষ হয়ে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি।

এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

২২ সেকেন্ডের ওই ভিডিওতে চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশাআল্লাহ।’

পরে প্রধানমন্ত্রীকে হত্যর হুমকির অভিযোগে আবু সাঈদ চাঁদকে আসামি করে রাজশাহীর পুঠিয়া ও কাশিয়াডাঙ্গা থানায় মামলা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top