‘বেগম পাড়ায়’ বাড়ির মালিক ৯০ ভাগ আমলাদের, দাবি জাপা নেতার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ জুন ২০২৩ ০৪:৪৪; আপডেট: ৫ মে ২০২৫ ১১:০৯

ছবি: সংগৃহীত

যারা বিদেশে টাকা পাচার করে ‘বেগম পাড়ায়’ বাড়ি করেছেন তাদের ৯০ ভাগ আমলা বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য গোলাম কিবরিয়া।

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গোলাম কিবরিয়া এই দাবি করেন।

বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, ‘এতদিন শোনা যেত কানাডায় বেগম পাড়া। কতদিন আগে দেখা গেল লন্ডনে বেগম পাড়া। বেগম পাড়া বলতে মানুষ মনে করে এটা সংসদ সদস্যরা করেছেন। যারা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছেন, যাদের কারণে বেগম পাড়া নামটি এসেছে, তাদের শতকরা ৯০ ভাগ আমলা।’

গোলাম কিবরিয়া বলেন, ‘বড় বড় রাঘব বোয়াল, কারা এরা খুঁজে বের করেন। আমরা যদি জানতে পারি, এদেশে যাদের জানার দায়িত্ব তারা কেন জানবে না। তারা অবশ্যই জানে। না জানলে তাদের বাদ দিয়ে যারা জানে তাদের দায়িত্ব দেন। এমন লোক বসান, যারা বসলে ঘুষ, দুর্নীতি বন্ধ হবে।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top