ব্রেন টিউমারে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৪ জুলাই ২০২৩ ০৩:৪৬; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৮:১৬
-2023-07-03-21-46-43.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনে টিউমার ধরা পড়েছে। সিঙ্গাপুরের ন্যাশানাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ব্রেইন টিউমার ধরা পড়ে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালটির নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন- খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্বিভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে। যার জন্য তাকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল তাকে। তবে স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল এনেসথিসিয়ার ঝুঁকির কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রেন স্ট্রোক করে গত ১৮ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মোশাররফ। এভারকেয়ারের হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তিনি গত ২৬ জুন সিঙ্গাপুরে যান। এরপর সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন।
আপনার মূল্যবান মতামত দিন: