প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১০ জুলাই ২০২৩ ০৪:০১; আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১২:১২
-2023-07-09-22-00-24.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়ের করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।
আজ রোববার দুপুর ১২টার দিকে চাঁদকে ফরিদপুর চীফ জুডিশিয়াল ১নং আমলি আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক তরুন বাছার উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, অপর একটি মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে চাঁদকে পুলিশি প্রহরায় ফরিদপুর কারাগারে প্রেরণ করা হয়।
বিএনপি নেতা চাঁদকে আদালতে হাজির করার সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অ্যাডভোকেট অনিমেষ রায় বলেন, রাজশাহী বিএনপি কর্তৃক আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২৩ মে ফরিদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
আপনার মূল্যবান মতামত দিন: