আ’লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি নয়: জিএম কাদের
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩ ১৪:৩৬; আপডেট: ৫ মে ২০২৫ ১৫:৪৫
-2023-07-15-08-36-47.jpg)
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পক্ষের হতে পারে কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি নয়।
গতকাল বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় জি এম কাদের এসব কথা বলেন।
দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে সরকারি দলের দুনীতিবাজদের সার্টিফিকেট দেওয়া জানিয়ে তিনি বলেন, ‘তারা কোনো দুর্নীতি করেননি। সব জায়গায় বিভাজন সৃষ্টি করা হচ্ছে, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।’
জিএম কাদের বলেন, সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন করতে হবে নির্বাচিত সরকারের অধীনে, আমরাও চাই। নির্বাচিত সরকার যদি নির্বাচন কমিশনসহ সব কিছুকে প্রভাবিত করতে পারে, তাতে সমর্থন করা যায় না
আওয়ামী লীগ নামে ও বেনামে সরকার হয়ে যাচ্ছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, তারা তাদের সরকারের জন্য কাজ করছে। তারা কাজ করছেন তাদের সরকারের জন্য।
কিছু মানুষ প্রশাসনে আছে, পুলিশে আছে, সরকারি বিভিন্ন বিভাগে আছে, তারা আগ বাড়িয়ে বলেন আমরা আওয়ামী পরিবার, আমরা ছাত্রলীগ-যুবলীগ করেছি। তারা আওয়ামী লীগের সভায় যান, স্লোগান দেন এবং আওয়ামী লীগের ভাষায় কথা বলেন। এরা হচ্ছে বেনামে আওয়ামী লীগ। এখন ডেমক্রেসির পরিবর্তে আওয়ামীক্রেসি চলছে।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এ মুহূর্তে জাতির জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ খুবই গুরুত্বপূর্ণ ছিলেন। দুঃখের বিষয়, তিনি আমাদের মাঝে নেই। জাতীয় পার্টি ৯ বছর দেশ পরিচালনায় মাত্র ৮০ হাজার কোটি টাকা খরচ করে অভূতপূর্ণ উন্নয়ন করেছে। যা বর্তমান বাজেটের এক বছরের খরচের মাত্র ১০ ভাগ।
পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘দুর্নীতি ও দুঃশাসনের কারণে দুটি (আওয়ামী লীগ ও বিএনপি) দলের ওপর সাধারণ মানুষ বিরক্ত।’ জাপা নেতা এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টির পথচলা কখনোই সহজ ছিল না। কঠিন পথ পাড়ি দিয়ে জাতীয় পার্টি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে।’
আপনার মূল্যবান মতামত দিন: