আহত অর্ধশতাধিক

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রাকে ঘিরে সংঘর্ষ : নিহত ১

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩ ০২:১৩; আপডেট: ৫ মে ২০২৫ ১৬:২৮

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছে অর্ধশতাধিক।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক।

একজনের জনের লাশ মদিন উল্লাহ হাউজিংয়ে ডা: সালমা চৌধুরীর বাসার দরজায় কোপানো এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরেও বিএনপির পদযাত্রা শুরু করলে এ সংঘর্ষ হয়।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান জানিয়েছেন, ‘নিহত যুবক সজিব যুবদলের কর্মী। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top