অনুমতি চেয়ে পুলিশকে চিঠি
রাজশাহী পুলিশ কমিশনার কার্যালয়ে জামায়াত নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩ ২১:২১; আপডেট: ১১ আগস্ট ২০২৫ ০৮:৩২

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাত সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় জামায়াত নেতৃবৃন্দ আগামী ২৮ জুলাই শুক্রবার রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ও রাজশাহী বারের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।
জামায়াতের পক্ষ থেকে চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র সংগঠন ঘোষিত কর্মসূচী কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবিতে আগামী ২৮ জুলাই শুক্রবার রাজশাহী মহানগরীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিলটি নগরীর সদর হাসপাতাল মোড় থেকে দুপুর আড়াইটায় শুরু করে সাহেব বাজার হয়ে পুনরায় সদর হাসপাতাল মোড়ে শেষ হবে। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’ চিঠিতে বিক্ষোভ মিছিল করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।
পরে গণমাধ্যমের সামনে মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘আগামী ২৮ তারিখের কর্মসূচি পালনের জন্য দরখাস্ত জমা দিয়েছি। তারা আমাদের দরখাস্ত জমা নিয়েছেন। তারা পরবর্তীতে আমাদের জানাবেন বলেছেন।’
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, বিধান অনুযায়ী তারা কর্মসূচি পালনের অনুমতি চেয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করব। গোয়েন্দা প্রতিবেদনগুলো দেখবো। যদি শান্তিশৃঙ্খলা বিনষ্টের কোনো ধরনের হুমকি থাকে তাহলে অনুমতি পাবে না। আর গোয়েন্দা প্রতিবেদনে যদি কোনো হুমকি না থাকে তাহলে তারা অনুমতি পাবে।
আপনার মূল্যবান মতামত দিন: