খালেদা জিয়াকে আবারও সিসিইউতে নেয়া হলো

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩ ২৩:০৯; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৪:৪১

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর অবনতি হওয়ায় আবারও কেবিন থেকে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে তাকে সিসিইউতে নেয়া হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরআগে গত ১২ জুন তিনি এই হাসপাতালে এসেছিলেন। ওই সময় পাঁচ দিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top