এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩ ২০:১৩; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৪:৩৯

ছবি: সংগৃহীত

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করে ‘পরিশুদ্ধ’ হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান। তিনি ইউনিয়নের ধর্মপুর এলাকার হোসেন আলীর ছেলে। নানা কারণে সংগঠনের প্রতি ক্ষোভ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) ঢোলার বাজার এলাকায় কয়েক’শ মানুষের সামনে দুধ দিয়ে গোসল করেন বাবলুর রহমান (৫০)। তিনি ২১ নম্বর ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বাবলুর রহমান বলেন, ‘প্রায় ২৫ বছর ধরে যুবলীগ করে আসছি। কিন্তু তার পরেও আমাকে মূল্যায়ন করেনি। তাই আমি এই সংগঠন ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি, আমি আর রাজনীতি করব না। এত দিন রাজনীতি করতে গিয়ে যদি কারও ক্ষতির কারণ হয়ে থাকি, তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।'

ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন বলেন, ‘তিনি (বাবলুর রহমান) এক সময় ২১ নম্বর ঢলোরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে বহিষ্কৃত, তার ব্যাপারে নারী সংশ্লিষ্ট অভিযোগ আছে।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন নির্মল বলেন, ‘এক সময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বাবলুর রহমান। কিন্তু এবার কমিটি করার আগে পূর্বের কমিটি বিলুপ্ত হওয়ায় তিনি আর কমিটিতে নেই। তিনি দুধ দিয়ে গোসল করেছেন, রাজনীতি ছেড়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আমার কিছু বলার নেই।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top