রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ১৭:৫০; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৬:৩৭
-2023-10-11-16-42-41.jpg)
টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষে ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ ঘোষণা করেছে বিএনপি।
আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে তারা।
বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন একই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া আগামীকাল শুক্রবার চলমান আন্দোলনে নিহত সাংবাদিক, শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: