বিএনপির সিনিয়র ৩ নেতার আগাম জামিন
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩ ১৩:২৫; আপডেট: ৬ মে ২০২৫ ২১:০৭
-2023-08-04-10-40-17.jpg)
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি নেতা ও সিনিয়র আইনজীবীর আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
তারা হলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও নিতাই রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন।
২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশে পুলিশের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়েন দলের নেতাকর্মীরা। এ সময় গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙ্চুর, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ সহিংসতায় একজন পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় বিএনপি শীর্ষ নেতাসহ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: