চীন সফরে জাসদ ও ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ জুন ২০২৪ ২১:১৬; আপডেট: ২ মে ২০২৫ ১৮:৩৮

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল। এই দলে আছেন– জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যজন নাদের চৌধুরী ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আলী আহমেদ এনামুল হক ইমরান।
রোববার দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারওয়েজের একটি ফ্লাইটে চীনের রাজধানী বেইজিং যায়।
তারা সোমবার থেকে ১৫ জুন পর্যন্ত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে চীনের আধুনিকায়ন এবং বিশ্ব সমাজতন্ত্রের ওপর বিভিন্ন আন্তঃআঞ্চলিক সেমিনার, সম্মেলন এবং চীনা কমিউনিস্ট পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে। ১৫ জুন এই দল ঢাকায় ফিরবে।
আপনার মূল্যবান মতামত দিন: