বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪ ১৪:২২; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৭:০১

চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেই সংযুক্ত আরব আমিরাতের পাড়ি দিবে বাংলাদেশ দল।
সেখানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।
বুধবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই সিরিজে আফগান দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেট ও ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়ানো সেদিকউল্লাহ আটাল।
এ ছাড়া একাদশে ফিরেছেন স্পিনার নুর আহমাদ। বাকি ১৭ সদস্যই গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে ছিলেন। সিরিজটি তারা ২-১ ব্যবধানে জিতে নিয়ে ইতিহাস গড়ে।
বাংলাদশের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড:
হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমাত শাহ, রাহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, আল্লাহ্ মোহাম্মদ ঘাজানফার, নুর আহমাদ, ফাজাল হাক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান এবং ফারিদ আহমাদ মালিক।
আপনার মূল্যবান মতামত দিন: