ইনিংস হারের শঙ্কা কাটিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪ ১৮:২৪; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৭:০২

ছবি: সংগৃহিত

মিরপুর টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১২ রানে তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস হার এড়াতে তখনও দরকার ৯০ রান। সেই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে দুর্দান্ত এক জুটি গড়লেন মেহেদী হাসান মিরাজ আর অভিষিক্ত জাকের আলী।

বাংলাদেশ দলের সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধে ইনিংস পরাজয় এড়িয়ে ২৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। এমনকি দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানানোর স্বপ্নও দেখছেন সমর্থকরা।

এখন পর্যন্ত মিরাজ-জাকের সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন আছেন ১১৭ রানে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। মাত্র ১ রান পিছিয়ে ছিল টাইগাররা।

মিরাজ এরই মধ্যে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নিয়েছেন। ৬২ রান নিয়ে ব্যাট করছেন এই অলরাউন্ডার। জাকের আছেন ৪৭ রানে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top