প্রোটিয়া ইমার্জিংয়ের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৫ ১৭:৩২; আপডেট: ১৬ মে ২০২৫ ১৭:৩২

- ছবি - ইন্টারনেট

অনানুষ্ঠানিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অলিখিত ফাইনালে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। তৃতীয় ও শেষ ম্যাচে ৩৪ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ম্যাচের একটি করে জিতে সমতায় ছিল দুদল।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথমে ব্যাটে শুরু থেকেই চাপের মুখে পড়ে যায় ইমার্জিং টাইগাররা। ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২২৫ রান তোলে আকবর আলীর দল। জবাবে ৩৮.২ ওভারে ১৯১ রানে সাউথ আফ্রিকা অলআউট হলে বাংলাদেশ জয় পায় ৩৪ রানে।

জিতলে সিরিজ সফরকারীদের এমন সমীকরণে ২২৬ রানের লক্ষ্যে নামা প্রোটিয়াদের কেউ ফিফটির দেখা পাননি। তিয়ান ফন বুরেন সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শেষদিকে শঙ্কা জাগানো এনকুবানি মোকেনা। অ্যান্ডিল মোগাকানে এবং জর্জ ফন হার্ডেন ৩৫ ও ৩৪ রান করেন।

বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ২৬ রানে নেন ৪ উইকেট। মাহফিজুর রহমান রাব্বি ও ওয়াসি সিদ্দিকি ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান পারভেজ জীবন।

আগে ব্যাটে নেমে বাংলাদেশের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ফেরেন ২৬ রানে, তার আগে রান না করেই সাজঘরের পথ ধরেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। রান পাননি আরিফুল ইসলামও।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক আকবর আলি হাল ধরার চেষ্টা করেছেন, ৩৮ রান করে ফেরেন। ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান।

৪০ বলে ৪২ রান করে ফিরে যান রাকিবুল, ভেঙে যায় ৮৪ রানের জুটি। অন্যপ্রান্তে অর্ধ-শতক তুলে নেন রাব্বি, ফিরে যান ৫৮ রানে। বাংলাদেশের ইনিংস থামে ২২৫ রানে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top