নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৫ ২০:৫৭; আপডেট: ১৭ মে ২০২৫ ০৪:২৮

- ছবি - ইন্টারনেট

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।

শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের দল।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দেখা মেলে উত্তেজনার। ম্যাচের ৭৩ মিনিটে নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে দেন আশিকুর রহমান। এরপর ৮১ মিনিটে মানিকের পাস থেকে ফয়সাল ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে ৮৭তম মিনিটে সুজন দাঙ্গোল এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি নেপাল।

এই জয়ে টানা দ্বিতীয়বার সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। আগের আসরেও ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার সেই শিরোপা ধরে রাখার মিশনে আরেকটি ধাপ বাকি।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র এবং ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত খেলবে দ্বিতীয় সেমিফাইনালে, তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার-আপ মালদ্বীপ।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে, একই ভেন্যুতে। এখন বাংলাদেশের সামনে সুযোগ, টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top