আচমকা ব্যাটিং ধসে হারল বাংলাদেশ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ২২:২৮; আপডেট: ৩ জুলাই ২০২৫ ১১:০১

লক্ষ্যটা ২৪৫ রানের। প্রেমাদাসা ক্রিকেট গ্রাউন্ডের পিচের বিবেচনায় যা চ্যালেঞ্জিং হিসেবেই বিবেচিত হয়। এমন লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত’র ব্যাটে কক্ষপথেই ছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে আচমকা ব্যাটিং ধসে ৭৭ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে ফিল সিমন্সের শিষ্যরা।
জবাব দিতে নেমে দলীয় ২৯ রানে পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় বাংলাদেশ। অভিষেক ম্যাচ খেলতে নেমে ১৩ রান করেন ইমন। দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন শান্ত ও তামিম। ১৭তম ওভারে শান্ত রান আউটের ফাঁদে পড়লে ভাঙে ৭১ রানের জুটি। আউট হওয়ার আগে ২৩ রান করেন বাঁহাতি ব্যাটার। এরপরই ধস নামে বাংলাদেশের ইনিংসে।
১০০ থেকে ১০৫- এই ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে মুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হয় বাংলাদেশের ইনিংস। একে একে প্যাভিলিয়নের লিটন কুমার দাস, তামিম, মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদরা। চতুর্থ ব্যাটার হিসেবে ফেরার আগে দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন তামিম।
৬১ বলে ৯ চারের পাশাপাশি একটি ছয় মারেন এই ওপেনার। শেষ উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৪২ রান করেন জাকের আলি অনিক। তাতে কেবল হারের অপেক্ষাটাই দীর্ঘ হয়েছে বাংলাদেশের। জাকের ব্যক্তিগত ৫১ রানে আউট হলে এই জুটি ভাঙে- ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে অগ্রনায়কের ভূমিকায় ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস। ১০ রানের বিনিমেয়ে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। মেন্ডিসের শিকার তিনটি।
এর আগে চারিথ আসালঙ্কার সেঞ্চুরিতে এই পুঁজি পায় শ্রীলঙ্কা। ১২৩ বলে ১০৬ রানের ইনিংস খেলেন স্বাগতিক দলপতি। কুশাল মেন্ডিসের অবদান ৪৫ রান। ২৯ রান এনে দেন জানিথ লিয়ানাগে। এছাড়া সমান ২২ রান আসে মিলান রত্নায়েকে ও হাসারাঙ্গার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন তাসকিন। এছাড়া সাকিব নেন তিনটি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কার: ২৪৪/১০ (৪৯.২ ওভার); আসালঙ্কা ১০৬, মেন্ডিস ৪৫, লিয়ানাগে ২৯, রত্নায়েকে ২২, হাসারাঙ্গা ২২; তাসকিন ৪/৪৭, সাকিব ৩/৪৬
বাংলাদেশ: ১৬৭/১০ (৩৫.৫ ওভার); তামিম ৬২, জাকের ৫১; হাসারাঙ্গা ৪/১০
ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী
আপনার মূল্যবান মতামত দিন: