তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ১৩:১৪; আপডেট: ১১ জুলাই ২০২৫ ০২:৩৮

- ছবি - ইন্টারনেট

ওয়ানডে সিরিজ হারের ক্ষত না শুকাতেই আজ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরীক্ষায় মাঠে নামছে বাংলাদেশ।

পাল্লেকেলেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি ফরম্যাট বদল হলেও ভাগ্য কি বদলাবে বাংলাদেশের?

সাম্প্রতিক সময়ে যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটেই সবচেয়ে বেশি হতাশার গল্প রচিত হয়েছে। গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।

অখ্যাত আমিরাতের কাছে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজে যেভাবে আত্মসমর্পণ করেন লিটনরা, সেটি দেশের ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে। এর পরপরই পাকিস্তান সফরে গিয়ে ভরাডুবি হয় বাংলাদেশের। ফলাফল তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধান হোয়াইট ওয়াশ বাংলাদেশ। টানা এই দুই সিরিজ হারের হতাশা কি শ্রীলঙ্কার বিপক্ষে ভুলিয়ে দিতে পারবেন লিটনরা?



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top