পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২১ ০৩:২১; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ২০:৫১

ইউনিস খান
দুই বছরের জন্য পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন সাবেক অধিনায়ক ইউনিস খান। এরই মধ্যে সাত মাস না যেতেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে’ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
দুই বছরের চুক্তিতে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা ছিল ইউনিস খানের।
 
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, 'ইউনিস খানের মতো অভিজ্ঞ এবং দক্ষ একজন বিশেষজ্ঞকে হারানো আমাদের জন্য দুঃখজনক। আমরা দুই পক্ষ স্বতঃস্ফূর্তভাবে সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছি।'
 
 
তবে দায়িত্ব ছেড়ে দেয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি ইউনিস খান। ইউনিস খান দায়িত্ব ছাড়ায় ব্যাটিং কোচ ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে হবে পাকিস্তানকে।
 
 
 
 
 


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top