আ'লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৯ মে ২০২৫ ২২:২৬; আপডেট: ১০ মে ২০২৫ ০৮:০৫

- ছবি - ইন্টারনেট

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ব্যানারে প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক আটকে দেন তারা। এতে মহাসড়কের উভয়পাশে যানযটের সৃষ্টি হয়। এসময় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি জানিয়ে প্যারোডী গান পরিবেশন করে শিক্ষার্থীরা। পরে বিকেল ৪টায় আওয়ামীলীগকে নিষিদ্ধ করে অতিদ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে সড়ক ছাড়েন তারা।

এরআগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে অবস্থান নেন। মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামীলীগের ঠাঁই নাই’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান ও তানভীর মন্ডল, ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, খেলাফত ছাত্র মজলিস ইবির সভাপতি সাদেক আহমেদ ও ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক আহম্মেদ বলেন“আমরা জুলাই স্পিরিট বুকের ভেতর ধারণ করি। আমার ভাইদের রক্তের ওপর দিয়ে এই ফ্যাসিবাদী শক্তি দেশ থেকে বিদায় নিয়েছে। অথচ আজ সেই নিষিদ্ধ সংগঠনগুলোর লোকজন কিভাবে আবার মিছিল-মিটিং করে? আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—অতি দ্রুত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ছাত্র জনতা আবার রাজপথে নামবে।”

সমন্বক এস এম সুইট বলেন, আন্দোলনের প্রায় এক বছর হলেও এখনও আওয়ামীলীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এই সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা যখনই আওয়ামীলীগের নিষিদ্ধ চাই তখন সরকার বিভিন্ন প্রক্রিয়ার কথা বলে। কিন্তু তারা এটা ভুলে গেছে যে, কোনো নিয়ম মেনে আওয়ামী লীগের পতন করা হয়নি।

ছাত্র-জনতা তাদের টেনে ক্ষমতা থেকে নামিয়েছে। এখনও দেশের প্রতিটি জায়গায় আওয়ামীলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ায়। অতিদ্রুত আওয়ামীলীগের বিচার করতে হবে। আওয়ামীলীগকে নিষিদ্ধ করার পরে ছাত্রজনতা ঘওে ফিরবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top