রাবিতে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৪; আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৯

- ছবি - ইন্টারনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন '3rd International Conference on Building Inclusive Futures: Society, Development and Governance in the 21st Century।'

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক এক্রাম উল্যাহ।

সংবাদ সম্মেলনে অনুষদের ডিন এক্রাম উল্যাহ বলেন, “একটি জাতির ভবিষ্যৎ দিক-নির্দেশনা কী হতে পারে, মূলত সেই উপলক্ষেই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই কনফারেন্সে ৭টি দেশের প্রায় ৫ শতাধিক গবেষক-স্কলার, এনজিও কর্মকর্তা এবং বিশেষ করে জার্মান সরকারের পরিচালিত প্রতিষ্ঠান জিআইজেড-এর প্রতিনিধিরা।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির চেয়ারম্যান, জিআইজেড-এর কর্মকর্তারা এবং পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও যোগ দিতে পারেন। নেপাল থেকেও কয়েকজন আসার কথা ছিল, তবে দেশটির চলমান ক্রাইসিসের কারণে তারা হয়তো আসতে পারবেন না। এছাড়া ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য উপস্থিত থাকবেন, যিনি আমাদের প্রধান আকর্ষণ।"

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফয়েজ।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং মার্টিনা লাইবারম্যান (জিআইজেড বাংলাদেশ)। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর (রিসার্চ) প্রফেসর জোসেফ ডিভাইন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top