নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩১; আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন'র সভাপতিত্বে কলা অনুষদের সাবেক ডীন ও প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল হক এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ বকুল, প্রেসক্লাবের সাবে সভাপতি জুবায়ের জামিল বক্তব্য রাখেন।
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সাংবাদিকতা করতে হবে সাংবাদিকতার নৈতিকতা মেনে। অনেকসময় রিপোর্টাররা নিজেরা রিপোর্ট না করে প্রেস রিলিজের জন্য বসে থাকে, এমনটা না করে সব সাংবাদিকদের উচিত নিজেদের থেকে সঠিক নিউজ করা"।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ার এই যুগে যেভাবে অনলাইন এ অপতথ্য ছড়ায়, সেখানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হুমকির মুখে পড়ে গেছে। নবীণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তোমরা জাতির আলোকবর্তিকা, সবচেয়ে প্রতিভাবান শিক্ষার্থী। জীবনকে নতুনভাবে গড়ে তোলার সংকল্প নিয়েই এগোতে হবে সামনে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে তোমরা"।
অ্যাকাডেমিক পড়াশোনা ঠিক রেখে সাংবাদিকতা করতে হবে বলে মন্তব্য করেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাংবাদিকতায় আমরা কখনোই হলুদ সাংবাদিকতার আশ্রয় নেব না। সবসময় সৎ পথেই থাকার চেষ্টা করব। আমাদের যে মেধা রয়েছে, সেটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। সাংবাদিকতা এখন সব বিভাগেই আকর্ষণ সৃষ্টি করেছে—এটি অত্যন্ত ভালো এবং লক্ষণীয় বিষয়। সাংবাদিকতা মূলত সত্যের অনুসন্ধান; সেটি কার বিপক্ষে গেল, তা দেখার সুযোগ নেই। সবসময় সত্যকে লেখা ও প্রকাশ করার মানসিকতা থাকতে হবে"।
শেষে প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন নবীন শিক্ষার্থীদের ক্লাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন,
“আমরা প্রতি বছর নবীনবরণ আয়োজন করি শুধু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে। তবে এবার আমরা ভিন্নভাবে চেষ্টা করেছি—সব বিভাগ থেকে সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার। আমি নিজে আমার ক্লাসের সময় ছাড়া বাকিটা সময় প্রেসক্লাবকে দেওয়ার চেষ্টা করি। যেখানে আমার বন্ধুরা ক্লাস শেষে চায়ের দোকানে আড্ডা দেয়, আমি সেই সময়টাকে কাজে লাগাতে চাই প্রেসক্লাবের সঙ্গে থেকে"।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন। এছাড়াও,সহ-সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জিসান, কোষাধ্যক্ষ মিরাজ আফ্রিদি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ শোয়েব এবং কার্যনির্বাহী সদস্যরা এ আয়োজনে অংশ নেন। নবীন শিক্ষার্থীদের মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: