রামেক হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২২ ০৫:১৬; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ১৫:৫১
-2022-07-23-19-15-49.jpg)
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন এই তিনজন। শনিবার সকাল ৮টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগী ছিলেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন কোনো রোগী ভর্তি হননি। ছাড়পত্রও পাননি কেউ।
শুক্রবার রাজশাহীতে ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: