আরবান ক্লিনিকের সাথে এসডিডিবি প্রকল্প কমিটির মত বিনিময়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০ ২২:৪৯; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০১:০৬

রাজশাহী নগরীর টুলটুলিপাড়ার আরবান ক্লিনিকের সাথে ২নং ওয়ার্ড এসডিডিবি প্রকল্পের ফোরাম কমিটি ও কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দের সাথে সম্পর্ক উন্নয়ন ও প্রবীন প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) টুলটুলিপাড়া আরবান ক্লিনিকে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চল এসডিডিবি প্রকল্পের ফোরাম কমিটির সভাপতি মি. যোসেফ মুরমু, টুলটুলিপাড়া আরবান ক্লিনিকের ডাক্তার সৌমিতা গোস্বামী, কারিতাস রাজশাহী অঞ্চলের পিও (ডিএম) মি. দিপক এক্কা, সিনিয়র হিসাব রক্ষক মি. বিনয় কৃষ্ণ সমদ্দার, ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম হাফিজ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন রাজশাহী কারিতাস অঞ্চলের এসডিডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা স্বপন এল গমেজ। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কাফি/০২
আপনার মূল্যবান মতামত দিন: