নগরীতে পিস্তল তাক করে টাকা ছিনতাই

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০ ১৮:৫৫; আপডেট: ২৬ আগস্ট ২০২০ ২২:৫০

ছিনতাইকৃত দোকানে পুলিশের উপস্থিত।

ছিনতাইকৃত দোকানে পুলিশের উপস্থিত।

বন্ধুক তাক করে রাজশাহী নগরীতে দোকান থেকে টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত দশটার দিকে রাজপাড়া থানার গ্রেটার রোড নতুন বিল সিমলার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা রাকিব টেলিকম এন্ড এলপি গ্যাস স্টোরের দোকানের মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনতাই করে।

দোকানটির স্বত্বাধিকারী রাকিব জানান, পিস্তল ঠেকিয়ে তার দোকানে বিদ্যুৎ বিল ও বিকাশের ২০ হাজার টাকা নিয়ে তাকে ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ছিনাতাইকারীদের দুইজনকে শনাক্ত করতে পেরেছে রাকিব। তাদের বাড়ি বিলসিমলা এলাকাতেই। পুলিশের কাছে তাদের নাম জানানো হয়েছে। তারা দুইজনেই ছিনতাই ও মাদক মামলার আসামী বলে জানা গেছে।

এসএইচ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top