ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪ ১৯:২৮; আপডেট: ১১ আগস্ট ২০২৫ ০১:২২

ছবি: সংগৃহিত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় কয়েকজন যুবক রেল লাইনের পাশ দিয়ে ধান মাড়াই মেশিন নিয়ে যাচ্ছিলেন। এ সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনটিও যাচ্ছিল।

এমতাবস্থায় ধান মাড়াই মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পাননি তারা। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চার যুবকের মৃত্যু হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top