ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬০

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ১১:১১; আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৩:৩৩

- ছবি - ইন্টারনেট

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬০ জন হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ১৫০ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর ওই এলাকায় আরো চারটি ৫ বা তার বেশি মাত্রার কম্পন অনুভূত হয়।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রাফায়েলিতো আলেজান্দ্রো বুধবার নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল ২৬ জনের নিহত হওয়ার কথা জানিয়েছিল।

ম্যানিলায় আলেজান্দ্রো সাংবাদিকদের বলেন, ‘আমরা আরো হতাহতের খবর পাচ্ছি। আমরা এমন খবর পাচ্ছি যে ভূমিকম্পে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।’

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেবুর কিছু অংশে স্থানীয় কর্তৃপক্ষ ‘দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা করেছে। ভূমিকম্পের ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং ভবনগুলো ধসে পড়ে।

সেবু প্রাদেশিক সরকার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভূমিকম্পের পর চিকিৎসা স্বেচ্ছাসেবকদের সহায়তা করার আহ্বান জানিয়েছে। সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘আমরা এখনো ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি।’

পরে তিনি বলেন, অনির্দিষ্ট সংখ্যক বাড়িঘর ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চাপা পড়া ও আহত বাসিন্দাদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসা দল মোতায়েন করা হচ্ছে।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সেবু, লেইত ও বিলিরান প্রদেশের বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার এবং ‘অস্বাভাবিক ঢেউয়ের জন্য সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছে।

সূত্র : আল জাজিরা



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top