ধামইরহাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দূর্গাপূজা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ২০:৪৮; আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২২:২৪

- ছবি - ইন্টারনেট

নওগাঁর ধামইরহাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো এবারের শারদীয় দূর্গা উৎসব। ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ধামইরহাট বাজারস্থ ঘুকসী নদীতে পৌর এলাকার সর্বমোট ৭ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের শারদীয় দুর্গোৎসব সমাপ্তি ঘোষনা করেন পূজা উদযাপন কমিটি।

এবারের দুর্গাপূজা উপলক্ষে উপজেলায় সর্বমোট ৩২ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭টি পৌরসভায় এবং ২৫ টি উপজেলার ৮টি ইউনিয়নে অবস্থিত পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হয়।

এই বিষয়ে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মহেশ পাল বলেন এবারে আমারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরেছি। উপজেলার সর্বমোট ৩২ টি পূজা মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর কিছু ঘটেনি।

অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে পেরেছি,এর জন্য বাংলাদেশ সরকারক ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইমাম জাফর বলেন উপজেলার সর্বমোট ৩২ টি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণে তারা সচেষ্ট ছিলেন। যে-কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবেলায় সদা প্রস্তুত ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের এই তৎপরতায় সাধারণ জনগণ আইন-শৃঙ্খলা বাহিনীকে যেভাবে সহায়তা করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসি ইমাম জাফর।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান বলেন আমরা উপজেলার ৩২ টি পূজা মন্ডপ সার্বক্ষণিক তত্ত্বাবধায়নের মাধ্যনে সকল প্রকার সহায়তা নিশ্চিত করেছি। অত্যন্ত সুশৃংখলভাবে এই শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ করায় ধামইরহাট বাসীকে ধন্যবাদ জানান ইউএনও জনাব শাহরিয়ার রহমান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top