দেশে ফিরতে চাইলে হাসিনাকে রাশিয়া পাঠিয়ে দিবো: হাসনাত আব্দুল্লাহ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:৩৮; আপডেট: ১১ আগস্ট ২০২৫ ০১:২৮

ছবি: সংগৃহিত

শেখ হাসিনা দেশে ফিরে আসার চেষ্টা করলে তাকে অতিথি পাখির মতো রাশিয়ার এক প্রান্তে পাঠিয়ে দেয়া হবে। এমনটাই বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সংগীতশিল্পী আসিফ আকবর গান পরিবেশনের ফাঁকে হাসনাতকে মঞ্চে আমন্ত্রণ জানান। মঞ্চে উঠে এসে হাসনাত আব্দুল্লাহ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত বলেন, আমরা সারা দিন ঝগড়া করবো, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে তখন সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেবো।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top