নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক আহত

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ১৪:২৬; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০৪:৫৬

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে একটি কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রবিবার(২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালের চিকিৎসক শাওন-বিন-রহমান জানান, আহতদের মধ্যে ১০ জনকে ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় তারা কারখানার প্রথম ইউনিটে অ্যারোসল উৎপাদনে নিয়োজিত ছিলেন।

ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top