ধামইরহাটে ওলামায়ে কেরামদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৫ ১৮:৪৬; আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১২:১৫

নওগাঁর ধামইরহাটে বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দ পন্থিদের বর্বর হামলার হুকুমদাতা ওয়াসিফুল ইসলাম গংসহ জড়িত সকলের গ্রেফতারসহ ফাঁসি ও সা’দ পন্থিদের সকল কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওলামায়ে কেরাম, দাওয়াতে তাবলীগের সাথী ও তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার বাদ জুম্মা ধামইরহাট বাজার নিমতলী মোড়ে বিক্ষোভ মিছিল শেষে দাওয়াতে তাবলীগ জামাতের থানা আমীর আলহাজ্ব এনামুল হকের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি মো. হানজালার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুফতি মো. রুহুল কুদ্দুস, মাওলানা মো. মোরশেদুল আলম মুর্তজা, মুফতি মো. আব্দুল্লাহ, মাওলানা আব্দুল কাহার প্রমুখ। সমাবেশে বক্তাগণ, অবিলম্বে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলাকারীদের গ্রেফতার করে খুনিদের ফাঁসি এবং সা’দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবী জানায়।
আপনার মূল্যবান মতামত দিন: