বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৫ ০৯:২৪; আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১২:১৪

- ছবি - ইন্টারনেট

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের তিনমাথা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই) শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত ১২টা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সন্ধ্যায় সান্তাহার থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত এক ব্যক্তি। এতে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। নিহতের পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top