গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ধামইরহাটে বিক্ষোভ মিছিল
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫ ১৬:১৭; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ০০:১৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে নওগাঁর ধামইরহাট উপজেলায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় উপজেলার সর্বস্তরের মুক্তিকামী তৌহিদী জনতার আয়োজনে নিমতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসময় এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ মিছিলে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিক্ষোভ মিছিলে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন মুক্তিকামী তৌহিদী জনতা। মিছিল শেষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. কাওছার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ শাহপুরী, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, প্রতিষ্ঠাতা আবদুস ছালাম প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মূল্যবান মতামত দিন: