ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ১৬:১২; আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৮:৫৫

নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র আয়োজনে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত কর্মশালায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসা. জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক টি.এম.এ. মমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব এম শফিকুল ইসলাম, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হোসাইন, ইএসডিও এর হেড অফ প্রোগ্রাম যামিনী কুমার রায়, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ।
উক্ত সভায় প্রধান অতিথি টি.এম.এ. মমিন তার বক্তব্যে বলেন আমরা যেমন পরিবারে পরিকল্পনা করি ঠিক তেমন এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নির্বাচিত প্রতিনিধিরা স্থায়ী নাও হতে পারে কিন্তু ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিনের।
জন অংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন সম্ভব।” সকল ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি রূপকল্প ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মূল্যবান মতামত দিন: